সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে হরিণখোলা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের হরিণখোলা যুব সংঘের আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়।
পরে খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রাজীব হোসেন রাজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, ইউপি সদস্য ইন্দ্রজিৎ বৈরাগী, সাবেক ইউপি সদস্য নিমাই সানা প্রমুখ।
হাজার হাজার মানুষ হরিণখোলা নদীর দু’পাড়ে দাঁড়িয়ে এ বাইচ উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআরএস