ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদে সংশোধিত চাকরি বিল প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
জাতীয় সংসদে সংশোধিত চাকরি বিল প্রত্যাহার

ঢাকা: জাতীয় সংসদের গত অধিবেশনে উপস্থাপিত সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী বিলটি প্রত্যাহারের আবেদন করেন।

পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিল প্রত্যাহারের প্রস্তাবটি পাস হয়।

এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে উপস্থাপন করেছিলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিলটি প্রত্যাহারের কোন কারণ বলেননি প্রতিমন্ত্রী।

এদিকে সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

এছাড়া সোমবার সংসদে ঢাকা-খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনসমুহ (রহিতকরন) বিল ২০২২ উপস্থাপন করলে তা আইনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এই রহিতকরণ বিল পাস হলে আইন অনুযায়ী খুলনা, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা, কুমিল্লা ও নোয়াখালী উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।