কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজলোর দোস্তপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নাঈম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়ার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে ঘটে এ দুর্ঘটনা।
নিহত নাইম সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের প্রবাসী আলম মণ্ডলের ছেলে। নাঈম তার মায়ের সঙ্গে নানার বাড়ি দোস্তপাড়া এলাকায় থাকতো।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে পাখিভ্যানে করে নাঈম বটতৈল-পোড়াদহ সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে পৌঁছালে একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এফআর