রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ৭-৬ নম্বর ঘাটের মাঝামাঝি এলাকায় জেলে ইচাহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।
ইচাহাক তার ধরা মাছটি স্থানীয় আনু খার আড়তে নিয়ে এলে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৩৯০ টাকায় কিনে নেন ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাইল শরিফ বলেন, এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। ফলে এখন প্রতিদিনই প্রচুর ইলিশসহ বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এ মাছগুলো দৌলতদিয়ার আড়তে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস