ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টিসিবির লাইনে চিনির ক্রেতা বেশি

নিশাত বিজয়, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
টিসিবির লাইনে চিনির ক্রেতা বেশি

ঢাকা: গত এক মাসে দফায় দফায় বেড়েছে চিনির দাম। সেঞ্চুরি পার করে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম এখন ১১০ টাকা কেজি।

ফলে চিনি চলে গেছে নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। আর মধ্যবিত্তরা কমিয়ে দিয়েছেন চিনি কেনা।  

নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চিনি বিক্রি করছে। প্রতিকেজি চিনির দাম রাখা হচ্ছে ৫৫ টাকা, যা বাজার মূল্যের অর্ধেক।  
 
সারা দেশের মতো রাজধানীতেও টিসিবির অন্য পণ্যের তুলনায় চিনি কিনতে ব্যতিব্যস্ত ক্রেতারা। সরকারের এ উদ্যোগে খুশি মধ্য ও নিম্নআয়ের মানুষ।  

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার টিসিবি পণ্য বিক্রির একাধিক স্থানে ঘুরে এমনটি দেখা যায়।  

বেলা বারোটার দিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানে টিসিবির ট্রাক আসার সংবাদ শুনে লাইনে দাঁড়িয়ে যান ক্রেতারা। কিছুক্ষণের মধ্যেই শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে যান। সেখানে দেখা গেল সবচেয়ে বেশি চাহিদা চিনির। প্রত্যেকের কাছে এক কেজি করে চিনি বিক্রি করছিলেন ডিলার।  

সবুজ হোসেন নামের এক সবজি বিক্রেতা এসেছিলেন চিনি কিনতে। তিনি বলেন, বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১১০ টাকায় বিক্রি আর এখানে অর্ধেক দামে চিনি কিনতে পেরে ভালো লাগছে।

রিকশাচালক আলী হোসেন বলেন, আমরা দিন এনে দিন খাই। এক কেজি চিনি কিনতে ১১০ টাকা লাগতো, আর এখানে অল্প দামেই পাচ্ছি।

সাবিনা হোসেন নামের অপর এক নারী ক্রেতা বলেন, টিসিবির ট্রাকের পণ্য কিনতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও আগে পণ্য পাওয়া যেত না। এমনকি ওজনেও কম দিত। কিন্তু এবার চিনি প্যাকেটজাত হওয়ায় সময় কম লাগছে। পরিমাণও ঠিক রয়েছে।  

সাদ্দাম হোসেন নামে টিসিবি ডিলারের এক বিক্রয় কর্মী বলেন, যাদের টিসিবির কার্ড আছে বা নেই সবাইকে তারা এক কেজি করে চিনি দিচ্ছেন। ৫৫ টাকায় দেওয়া হচ্ছে চিনি। এজন্য অন্য পণ্যের চেয়ে চিনি বেশি বিক্রি হচ্ছে বলে জানান এ বিক্রয় প্রতিনিধি।  

টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউমার্কেট, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজারে টিসিবি চত্বর এবং ফার্মগেটের খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি হচ্ছে।  

এবারের কর্মসূচিতে টিসিবির নির্ধারিত দোকান বা স্থায়ী অবকাঠামো থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।  

২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে টিসিবির এই কার্যক্রম। পণ্য বিক্রয় সূচি সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।