চুয়াডাঙ্গা: বেশি দামে চিনি বিক্রি করায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরের দিকে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে ওই অভিযান চালানো হয়।
অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বাংলানিউজকে জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে দুপুরের দিকে আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রয়ের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সজল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস