ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় লেগুনার হেলপার নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় লেগুনার হেলপার নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ যান নসিমনের ধাক্কায় একটি লেগুনা গর্তে পড়ে সোহেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত লেগুনার হেলপার ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভা এলাকার ঝাউগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী গ্রামের আল আমিন মিয়ার ছেলে এবং স্থানীয় ভাই ভাই স্পেনিং মিলের গাড়ির হেলপার ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মঙ্গলবার দুপুরে একটি লেগুনা শ্রমিক আনতে উজান গোপিন্দী ভাই ভাই মিলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনা থেকে ছিটকে পড়ে সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর ঘাতক নসিমন চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।