ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কাটার অভিযোগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কাটার অভিযোগ

মৌলভীবাজার: জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কেটে মাটি নিয়ে নিচু জমি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন গিয়ে এ অভিযোগের সত্যতা পেয়েছেন।

এলাকাবাসী ও ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব বড় ধামাই গ্রামের বাসিন্দা সমছু মিয়া ও মুসলিম মিয়ার মালিকানার দুটি বড় টিলা প্রায় এক মাস ধরে কাটা হচ্ছে। তারা টিলা কেটে বাড়ি তৈরি করবেন। এ দিকে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল প্রতি দিন রাতে টিলার মাটি ট্রাকে করে নিয়ে পাশে অবস্থিত তার নিচু জমি ভরাট করছেন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে রোববার দুপুরে পূর্ব জুড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন কাটা দুটি টিলা পরিদর্শন করেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানাব।

অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করে সমছু মিয়া ও মুসলিম মিয়ার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ায় জনচলাচলে অসুবিধার সৃষ্টি হয়। সেজন্য মাটি সরিয়ে নেওয়া হয়।

তবে উপজেলার এসিল্যান্ড রতন কুমার অধিকারী বলেন, তদন্তে টিলা কাটা ও মাটি নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
বিবিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।