ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অক্টোবরে প্রতিদিন গড়ে ১১৮ দুর্ঘটনা; হতাহত ১৩৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
অক্টোবরে প্রতিদিন গড়ে ১১৮ দুর্ঘটনা; হতাহত ১৩৭

ঢাকা: চলতি বছর অক্টোবরে ৩ হাজার ৬৬০টি দুর্ঘটনা ঘটেছে সারা দেশে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫০৭ জন।

আহতের সংখ্যা ৩ হাজার ৭৭৫। মাসটিতে প্রতিদিন গড়ে ঘটেছে ১১টি দুর্ঘটনা। যার মধ্যে নিহতের সংখ্যা ১৬; আহত ১২১।

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে বাইকলেন, পাঁচ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসিক্যামেরা স্থাপন করার দাবি জানিয়ে আসছে। আর তা বাস্তবায়ন না করার কারণেই অক্টোবর মাসে গড়ে প্রতিদিন ১১৮টি দুর্ঘটনা ঘটেছে, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২১ জন, নিহত হয়েছেন ১৬ জন।

এছাড়া, ৭৬৩টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯১ জন এবং নিহত হয়েছেন ৬০ জন। অন্যদিকে, ১০০৯টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৪৪ জন এবং নিহত হয়েছেন ২৯৭ জন। এর বাইরে, ৮৯১ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৯৮৮ জন ও ৮০ জন নিহত হয়েছেন। ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজিসহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ৯৯৭ টি দুর্ঘটনায় আহত ১১৭২ এবং নিহত হয়েছেন ৭০ জন। নৌ-পুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২৮টি দুর্ঘটনায় ১৬৫ জন আহত এবং ৩৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও উঠে আসে, রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদাসীনতা; অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ৯৯টি দুর্ঘটনায় ১১১ জন আহত এবং ২৬ জন নিহত হয়েছেন। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ৩০০ আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।     

২৭ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১ নভেম্বর, ২০২২
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।