ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাকিমপুরে পরিত্যক্ত ২টি মর্টার শেল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
হাকিমপুরে পরিত্যক্ত ২টি মর্টার শেল উদ্ধার 

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দু’টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দু’টি উদ্ধার করা হয়।



মর্টার শেল দু’টি মুক্তিযুদ্ধের সময়ের হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।  

পুলিশ জানায়, দুপুরে মহেশপুর এলাকার বাসিন্দা ইউসুফ আলী চাষ করার জন্য নিজের জমি কোপাচ্ছিলেন। এসময় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে লোহার শব্দ পান তিনি। এরপর তিনি মাটি সরিয়ে মর্টার শেল দু’টি দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে মর্টার শেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে প্রথমে গ্রাম পুলিশ ও পরে পুলিশ গিয়ে সে দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ধারণা করা হচ্ছে, মর্টার শেল দু’টি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। দু’টি মর্টার শেলের ওজন ২৪ কেজি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।