ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজলায় ডোবার পানিতে পড়ে হেসমা আক্তার নামে ২১ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর ভক্তের বাড়ি নাক এলাকায় এ ঘটনা ঘটে।

হেসমা একই এলাকার হাবিবুল্লাহের মেয়ে।  

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল বাংলানিউজকে বলেন, হেসমা তার যমজ বোন হান্না আক্তরের সঙ্গে খেলা করছিল। এদিকে মা শম্পা আক্তার বাড়ির কাজে ব্যস্ত থাকায় তার অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা জমজ বোন হান্নাকে ডোবার পাশে একা দেখতে পেয়ে কাছে গেলে হেসমাকে ডোবার পানিতে ভাসতে দেখে। এ সময় স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেসমাকে মৃত ঘোষণা করেন।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ডোবার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।