ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
পাঁচবিবিতে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় ফারিহার (১১) নামে একটি শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে মৃত্যুর বিষয়টি পারিবারিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ফারিহা ওই উপজেলার পাটাবুকা সুইচ গেট গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, গতকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বটতলীর অদূরে পুলিশ বক্সের সামনে হিলিগামী নিশা পরিবহনের ধাক্কায় আহত হয় ফারিহা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরের দিকে শিশুটির মৃত্যু হয়।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।