ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেয়র আতিককে সম্মাননা দিল কিরগিজিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
মেয়র আতিককে সম্মাননা দিল কিরগিজিস্তান

ঢাকা: ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অবদান রাখায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিল কিরগিজিস্তান। জাতীয় অলিম্পিক কিরগিজিস্তান কমিটির পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

আতিকুল ইসলাম বলেন, খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদের একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না।

তিনি বলেন, পৃথিবীজুড়ে যে হানাহানি চলমান, তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।