ঢাকা: ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন বছরে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে।
মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এ তালিকা প্রকাশ করে।
এর আগে, সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়।
এরপর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২৩ সালে ২২ দিনের ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিনের ছুটি। আগামী বছর ছুটি কমেছে। যদিও ছুটি গত বছরের মতো ২২ দিন। কিন্তু ২২ দিন ছুটির মধ্যে ৮ দিন শুক্র এবং শনিবার পড়েছে।
ছুটির তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআইএইচ/জেডএ