বান্দরবান: হত্যা মামলায় মংছাচিং মারমা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মংছাচিং মারমা বান্দরবানের লামা উপজেলার ত্রিশ ডেবা পাড়ায় বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরং ঝিরির আগা নামক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে মাংরক ম্রো নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরে ২০১৭ সালের ১ আগস্ট নিহতের ছেলে মেনতাম ম্রো বাদী হয়ে মংছাচিং মারমাকে অভিযুক্ত করে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপরে মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত মংছাচিং মারমাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ভিন্ন কয়েকটি ধারায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবি ও পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এফআর