ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১০ ঘণ্টা পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল স্বাভাবিক, বন্ধ লঞ্চ চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
১০ ঘণ্টা পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল স্বাভাবিক, বন্ধ লঞ্চ চলাচল

ভোলা: নাশকতার আশঙ্কায় বন্ধ করে দেওয়ার ১০ ঘণ্টা পর ভোলা-বরিশাল রুটে  স্পিডবোট চলাচল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২টার পর স্পিডবোট চলাচল শুরু হয়।

ভোলা স্পিডবোট মালিক সমিতির ঘোষণায় চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বুধবার (২ নভেস্বর) দিনগত ১১টার পর থেকে স্পিডবোট চলাচল রাখার সিদ্ধান্ত নেয় ওই সমিতি।  

বৃহস্পতিবার ভোর থেকে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়নি কোনো স্পিডবোট। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন  যাত্রীরা। প্রয়োজনের তাগিদে ঘাটে এসেও ফিরে গেছন অনেক যাত্রী। পুরো ঘাটই ছিল  ফাঁকা। কিন্তু বিকেলের পর সেই চিত্রটি নেই। সপ্তাহের শেষ কর্মদিবসে পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছেন যাত্রীরা। তবে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পেটোয়ারি বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে। তবে কেউ যদি বিশৃঙ্খলা করে, তাদের প্রতিহত করা হবে।

তবে লঞ্চ বন্ধের ব্যাপারে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লঞ্চ বন্ধ রাখার বিষয় আমার জানা নেই।
তবে শ্রমিকদের একটি অংশ বলছেন, ভেদুরিয়া ঘাটে লঞ্চে হামলার ঘটনা ঘটেছে, তাই লঞ্চ আপাতত বন্ধ আছে।

এ ব্যাপারে ভোলা নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, কেন লঞ্চ চলাচল বন্ধ, সেটা আমাদের জানা নেই। তাছাড়া বিষয়টি লঞ্চ মালিক সমিতির ব্যাপার। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ বন্ধের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।