ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ফেনসিডিলসহ মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
এর আগে, বুধবার (২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১৭০ বোতল ফেনসিডিল, ৬ হাজার টাকা, একটি মোবাইলফোন ও একটি সিমকার্ড এবং একটি পিকআপ জব্দ করা হয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এমএমআই/জেডএ