ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে ফেনসিডিলসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
সবুজবাগে ফেনসিডিলসহ যুবক আটক  সবুজবাগে ফেনসিডিলসহ যুবক আটক 

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ফেনসিডিলসহ মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এর আগে, বুধবার (২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ১৭০ বোতল ফেনসিডিল, ৬ হাজার টাকা, একটি মোবাইলফোন ও একটি সিমকার্ড এবং একটি পিকআপ জব্দ করা হয়।

মহিউদ্দিন আহমেদ বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।