চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পৌরসভাধীন বলাখাল-রামপুর সড়কের পাশে একটি মাদরাসার সামনে বাঁশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ কুমার দে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা উপস্থিত ছিলেন।
মরদেহটি শনাক্তে পিআইবি ও সিআইডি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে এলাকার লোকজন থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে বাঁশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআরএস