লক্ষ্মীপুর: মায়ের সঙ্গে ঘুরতে বের হয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের দালাল বাজার খোয়াসাগর দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কবির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে শিশুটি তার মা এবং খালার সঙ্গে ঘুরতে দালাল বাজার খোয়াসাগর দিঘির পাড়ে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআই