ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসীম উদ্দিন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জসীম ওই গ্রামের মৃত শুক্কু খলিফার ছেলে। জসীম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকুট উচ্চবিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জসীম স্থানীয় বশির ডাক্তারের বাড়িতে বৈদ্যুতিক সমস্যার মেরামত করতে যায়। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। কিশোরটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।