পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি
ঢাকা: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
শনিবার (৫ নভেম্বর) এক বার্তায় ড. মোমেন বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর যে আক্রমণ হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়।
দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বিচারপতি মানিকের ওপর স্বাধীনতা বিরোধী চক্রের ন্যাক্কারজনক এই হামলার মাধ্যমে তাদের সন্ত্রাসী চেহারা আরেকবার জনগণের সামনে উন্মোচিত হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, বিচারপতি মানিকের ওপর হামলাকারীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
টিআর/এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।