খুলনা: কুয়াশার আঁচল সরিয়ে পূর্ব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খুলনার রূপসা নদীর পশ্চিম তীরে রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তটিও হয়ে ওঠে জমজমাট।
কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্স পরিচালক মো. আবু মুছা বাংলানিউজকে জানান, তাদের কাছে থাকা বিশাল আকৃতির এ মাছ দেখতে ভোর থেকে আড়তে ভিড় শত শত মানুষ।
তিনি বলেন, এত বড় পাঙাশ আমি আগে কখনো দেখিনি। বরগুনা জেলার চরদুয়ানী থেকে লামিয়া ফিশের মালিক জালাল হাওলাদার মাছটি এ বাজারে বিক্রির জন্য আমাদের আড়তে উঠিয়েছেন। ১৭ কেজি ওজনের এই পাঙ্গাশটির দাম হাঁকা হয়েছে ১৫ হাজার টাকা।
এ বিষয়ে লামিয়া ফিসের মালিক জালাল হাওলাদার বাংলানিউজকে বলেন, বলেশ্বর নদীতে জেলে শাকিলের জালে শুক্রবার মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির এমন পাঙাশ মাছ খুব একটা জালে ধরা পড়ে না।
বাংলাদেশ সময়:১০২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমআরএম/ইআর