ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে ফেনসিডিলসহ কারবারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
কলাবাগানে ফেনসিডিলসহ কারবারি আটক 

ঢাকা: রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে ওয়ালিউল হাসনাত খান ওরফে মুরাদ নামে এক মাদক কারবারিকে ফেনসিডিলসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

শনিবার (৫ নভেম্বর) রাতে কলাবাগান থানার ভুতের গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী জানান, গোপন সংবাদে শনিবার ভুতের গলি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আসামি মুরাদকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা (ডিবি) পুলিশ এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।