নোয়াখালী: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ উল্লাহ মাঝি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালের দিকে জেলা সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্লাহ ওই এলাকার মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশে বাড়ির পেছনের জমিতে যান কৃষক শহীদ উল্লাহ। সেখানে বিদ্যুতের একটি লিকেজ তারের সঙ্গে স্পর্শ শরীরের লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এসআরএস