ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সমবায়ে যুক্ত ৯৩ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
হবিগঞ্জে সমবায়ে যুক্ত ৯৩ হাজার মানুষ

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সমবায় সমিতি রয়েছে ১ হাজার ২০৪টি ও এগুলোতে সদস্য সংখ্যা ৯৩ হাজার ৮৫৪ জন। সমিতিগুলোর মধ্যে ৮৭৪টি অডিটযোগ্য।

এছাড়া জেলায় মৎস্যজীবী সমবায় সমিতির সংখ্যা ৩৮১টি।
 
বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান।
 
তিনি জানান, চলতি বছরে সমিতিগুলোর আদায় করা শেয়ার মূলধন ২ কোটি ২৩ লাখ, আদায় করা সঞ্চয় আমানত ৮ কোটি ৩৪ লাখ, সমিতির নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ ১৪ কোটি ৯০ লাখ, ঋণ আদায় হয়েছে ১৪ কোটি ৫ লাখ, সমিতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ হাজার ৭৯০ জনের।
 
২০২০-২০২১ অর্থ বছরে জেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে সরকারি রাজস্ব নিরীক্ষা ফি আদায় হয়েছে ২ লাখ টাকা, একই অর্থ বছরে সমবায় উন্নয়ন তহবিল আদায় হয় ৮৯ লাখ টাকা।
 
এ অর্থ বছরে জেলায় ভ্রাম্যমাণ ও আইজিএ প্রশিক্ষণপ্রাপ্ত সমবায়ীর সংখ্যা ৮৫০ জন। এ জেলায় মোট কেন্দ্রীয় সমিতি ১৯টি। এগুলোর মধ্যে ৩টি বিভাগীয় ও বাকি ১৬টি বিআরডিবি। মোট পানি ব্যবস্থাপনা সমিতি রয়েছে ৩২টি।
 
জেলা সমবায় বিভাগ হবিগঞ্জের ১৪টি আশ্রয়ণ প্রকল্পের ১৯টি প্রকল্পভুক্ত সমবায় সমিতির ৬৮৯ জন সদস্যের মাঝে ১ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা ঋণ বিতরণ করেছে। আদায় করা ঋণের পরিমাণ ৮৮ লাখ ৩৫ হাজার।
 
হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে একমাত্র বাহুবল উপজেলা সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন কম্পোনেন্টের আওতাভুক্ত। এ প্রকল্পের আওতায় সমবায় সমিতির সংখ্যা ১০টি, সদস্য ৪০০ জন, আদায় করা সঞ্চয় আমান ৭ লাখ ৭৮ হাজার, ঋণপ্রাপ্ত উপকারভোগী ১৮০ জন। এ সদস্যদের মাঝে ঋণ বিতরণ হয়েছে ২২ লাখ ৮৬ হাজার ও আদায় হয়েছে ১৮ লাখ ৬১ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।