ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীতে আধুনিক প্রশিক্ষণের বিকল্প নেই: সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
সেনাবাহিনীতে আধুনিক প্রশিক্ষণের বিকল্প নেই: সেনাপ্রধান

সাভার, (ঢাকা): সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীতে আধুনিক প্রশিক্ষণের বিকল্প কিছুই নেই। তাই সেনা সদস্যদের এ ক্ষেত্রে মনোযোগী হতে হবে।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী পর্যায়ে প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে এই দেশে জাতীর গর্বের জায়গায় আমরা দেখতে চাই। সেটা দেখতে হলে যা যা করনীয় তার মধ্যে সবচেয়ে অন্যতম কাজ হলো প্রশিক্ষণে সঠিকভাবে মনোনিবেশ করা। এ ক্ষেত্রে প্রশিক্ষণ সহায়ক সমস্ত কিছু যুপোযোগী সুন্দর হতে হবে, সে লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ৯ম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সেনা সদর দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় সেনাবাহিনীর ১০টি পদাতিক ডিভিশন, ৬টি স্বতন্ত্র ব্রিগেড ও ২০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ মোট ৩৭টি দল।

প্রতিযোগিতায় মেজর ফরমেশন ক্যাটাগরিতে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। মাইনর ফরমেশন ক্যাটাগরিতে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড চ্যাম্পিয়ন এবং লজিস্টিক এরিয়া রানারআপ হয়। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিস চ্যাম্পিয়ন ও আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল রানারআপ হয়েছে।

এ ছাড়া ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড শ্রেষ্ঠ প্রশিক্ষণ সহায়ক সামগ্রী, ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দ্বিতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণ সহায়ক সামগ্রী এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিস তৃতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণ সহায়ক সামগ্রী নির্বাচিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।