ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় রহস্যজনক বিস্ফোরণে দুই বন্ধু দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
ফতুল্লায় রহস্যজনক বিস্ফোরণে দুই বন্ধু দগ্ধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে ২জন দগ্ধ হয়েছেন।  

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- শামীমের ছেলে বাবন (২৪) ও তার বন্ধু মাহিন (২৩)।

শামীমের বড় ছেলে সাজু জানান, আমাদের বাড়িতে গান রেকর্ডিংয়ের জন্য একটি রুম করেছেন আমার বাবা। সেই রুমে দুপুর ১টার সময় বিকট শব্দ হয়। তখন কাছে গিয়ে দেখি ওই রুমের ভেতর আমার ছোট ভাই বাবন ও তার বন্ধু মাহিন চিৎকার করছে। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের দুজনেরই বুক ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে।

তিনি আরো জানান, বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে যায় এবং এসির ইনডোরের যন্ত্রাংশ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণ করেছি। বিস্ফোরণের কারণ তার জানা নেই বলে জানান।

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণের বিষয় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।