ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
আড়াইহাজারে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মাহফুজ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

সোমবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু জানান, ১০ অক্টোবর রাতে মাহফুজ ও তার সহযোগীরা ৬৯ বয়সী এক বৃদ্ধার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ওই নারীর বাসায় প্রবেশ করে এবং সংবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকসদল ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মাহফুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাহফুজ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলে র‌্যাবের ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।