ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তিন বছর সাজা খাটার ভয়ে ছয় বছর পলাতক!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
তিন বছর সাজা খাটার ভয়ে ছয় বছর পলাতক!

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে মো. মামুন ওরফে সুমন (৩৪) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উত্তরার আব্দুল্লাপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজা খাটার ভয়ে সুমন ছয় বছর পলাতক ছিলেন। সুমন উত্তরার রানাভোলা বেড়িবাঁধ এলাকার আব্দুল গফুরের ছেলে।

গ্রেফতার সুমন একজন বাস চালক। তিনি ২০১৪ সালে আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে বাসচাপা দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৭ সালে সেই মামলার রায় দেন আদালত। রায়ে তার তিন বছর ছয় মাসের কারাদণ্ড হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এজেডএস/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।