ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নতুন সদস্য নেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
নতুন সদস্য নেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

ঢাকা: নতুন সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। রাজধানীর গণমাধ্যমে কর্মরত সাব-এডিটররা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

সংগঠনের সদস্য হতে চাইলে সাব-এডিটর কিংবা নিউজরুম এডিটর হিসেবে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা লাগবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা সমমান। সংগঠনের নির্ধারিত ফরমে ২০ নভেম্বর ২০২২ এর মধ্যে আবেদন করতে হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরানা পল্টন, তৃতীয় তলা) অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়া যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় সংগঠনের ব্যাংক হিসাবে (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, হিসাব নং ০২০০০১১৯০৩২০১ অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা) ৫০০ টাকা জমা দিয়ে রসিদের ফটোকপি দিতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।