ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসি

কুমিল্লা: কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রদীপ কুমার দত্ত।

তিনি জানান, ২০১৮ সালের ৫ মার্চ নিহত শিশুর বড় বোনকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে আসামিরা। এ সময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করেন তারা। বিষয়টি বাবাকে জানিয়ে দিবে বলায় শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহের ময়নাতদন্তে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনার দিন নিহত শিশুর বাবা পাশের জমিতে ওষুধ দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। মা ছিলেন মৌলভীবাজার জেলার এক আত্মীয়ের বাড়িতে। এই সুযোগটি কাজে লাগায় আসামিরা। হত্যাকাণ্ডে দা ও বটি ব্যবহার করেন অভিযুক্তরা।

কোর্ট পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।