বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে স্ট্রোক করে বিল্পবী দাস (৫১) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লবী দাস ভারতের নদীয়া জেলার ফুলবাগান এলাকার রবিতোষ দাসের স্ত্রী।
তার ভাতিজা সন্তা চন্দ্র দে জানান, তার ফুপু নরসিংদিতে তাদের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার তিনি ভারতে ফিরে যাচ্ছিলেন। কিন্তু ইমিগ্রেশনের মধ্যে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় ইমিগ্রেশনের ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, বেনাপোল ইমিগ্রেশন থেকে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে তাদের কাছে পাঠানো হয়। এসময় পরীক্ষা করে দেখা যায়, ব্রেইন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এসআই