খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীতেন ত্রিপুরা (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সমর্থক জীতেন ত্রিপুরা বাঁশ দিয়ে পতাকা টানাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এডি/এএটি