মেহেরপুর: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আটজন আসামি গ্রেফতার হয়েছেন।
এদের মধ্যে গাংনী থানা পুলিশ নিয়মিত মামলায় তিন, মেহেরপুর সদর থানা পুলিশ একই মামলায় দুই ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার দুই এবং সিআর মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (৭ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার দুইটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে আট আসামি গ্রেফতার হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ও মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারদের মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস