কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (০৭ নভেম্বর) দিনগত রাতে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার সাহা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়িচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জামান নৌশাদসহ ১৯ জন। এছাড়াও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়িচালক সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
অপরদিকে, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বাংলানিউজকে জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রসঙ্গত, সোমবার (০৭ নভেম্বর) বিপ্লব দিবস পালন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান দিলে পুলিশ তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে। এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হন। এ সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এফআর