রাজবাড়ী: রাজবাড়ীরর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে স্থানীয় জেলে শাহিন হলদারের জালে মাছটি ধরা পড়ে।
শাহিন হলদার মাছটি দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে এলে নিলামের মাধ্যমে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, অনেকদিন পর বড় বোয়াল মাছ ধরা পড়লো। মাছটি ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা লাভে বিক্রি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বাংলানিউজকে বলেন, পদ্মা নদীর মূল স্রোত ফেরিঘাটের ৭ নম্বর ঘাটে হওয়ায় প্রায়ই এখানে বড় মাছ ধরা পড়ে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস