ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের নতুন অফিস উদ্বোধন করলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের নতুন অফিস উদ্বোধন করলেন ডিসি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার সাংবাদিকদের একমাত্র নিবন্ধনকৃত সংগঠন রিপোর্টার্স ফোরামের নতুন অফিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের নিচতলায় এ অফিস উদ্বোধন করেন তিনি।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, ডিডিএলজি মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, কালের কণ্ঠের প্রসুন মণ্ডল, বাংলানিউজের একরামুল কবীর, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, এসএ টিভির বাদল সাহা, ডিবিসি নিউজের সজিব বিশ্বাস, দৈনিক মোহনার মেহেদী হাসান মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ডিসি অফিস ঘুরে দেখেন এবং সাংবাদিকদের খোঁজ খবর নেন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।