ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে কর্মজীবী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
গুলশানে কর্মজীবী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে হালিমা (২১) নামে এক কর্মজীবী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অবিবাহিত ছিলেন।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

তিনি জানান, গুলশান শাহজাদপুর ক-৫৮/৩ ঠিকানার বাড়ির ছয় তলা থেকে হালিমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ছয় তলার ওই ফ্ল্যাটে বেশ কয়েকজন কর্মজীবী নারী একসঙ্গে থাকতেন। গুলশানে একটি জুতার শোরুমে চাকরি করতেন হালিমা। তার বাবার নাম বাবুল সরকার, গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।  

জানা যায়, হালিমা তার শারীরিক অসুস্থতার কারণে দুই একদিন কর্মস্থলে যেতে পারেননি। আজ দুপুরের দিকে সংবাদের পরিপ্রেক্ষিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।