টাঙ্গাইল: ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুস ছোবাহান (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল উপজেলার ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস ছোবাহান পিটিআইয়ের টাঙ্গাইল সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে ঘারিন্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বাংলানিউজকে জানান, আব্দুস ছোবাহান রেলস্টেশনের প্লাটফর্মে বসেছিলেন। পরে সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এসআই