ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
রায়গঞ্জে ইটভাটা মালিককে জরিমানা

সিরাজগঞ্জ: কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকার ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ।  

বাংলানিউজকে তানজিল পারভেজ জানান, ইট তৈরিতে ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন করায় সরকার ব্রিকসকে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।