সিরাজগঞ্জ: কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকার ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলানিউজকে তানজিল পারভেজ জানান, ইট তৈরিতে ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন করায় সরকার ব্রিকসকে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস