ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইচ চেয়ারম্যানের সম্ভ্রমহানির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইচ চেয়ারম্যানের সম্ভ্রমহানির অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও সম্ভ্রমহানির অভিযোগ তুলেছেন নারী ভাইচ চেয়ারম্যান।  

মঙ্গলবার(৮ নভেম্বর) সকালে হাতীবান্ধা থানায় লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।

 

এর আগে সোমবার (৭ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে জন প্রতিনিধিদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সরকারি বরাদ্দের ৮০ শতাংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও বাকি ২০ শতাংশ প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা পরিষদ। ২০ শতাংশ পান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান।  

২০২২-২৩ অর্থবছরের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের উপজেলা পরিষদের বরাদ্দের ২০ শতাংশের ভাগাভাগি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অফিসে তার সঙ্গে দুই ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার ও  আনোয়ার হোসেন মিরুর বাগবিতণ্ডা হয়। এসময় জেসমিন নাহার চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে চেয়ারম্যান মামুন অফিস থেকে চলে যান।

পরে চেয়ারম্যানের সমর্থকরা এসে জেসমিন নাহারের অফিসে ভাঙচুর করেন এবং তাকে ও তার স্বামীকে মারধর করে সম্ভ্রমহানি করেন। খবর পেয়ে গ্রাম পুলিশ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে প্রধান করে আটজনের নাম উল্লেখসহ ২২-২৩ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।  

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।