মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে রাইজিং স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে আগুনের লাগে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ওই গোডাউনের ভেতর থাকা তুলার বেল্টগুলোকে বাহিরে আনা হচ্ছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জেনে জানানো হবে।
>> সাটুরিয়ায় স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস