ঢাকা: এ বছর সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শিরোপা ছিনিয়ে আনা বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় মহিলা দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের এ সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা গেছে।
উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা ঘরে ছিনিয়ে আনে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এমইউএম/জেডএ