ঢাকা: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুজন অর্থদাতাসহ তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অন্যতম দুই অর্থদাতাসহ ৩ সদস্যকে আটক করা হয়েছে। জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক নারী সদস্যকে ডি-র্যাডিকালাইজড করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এমএমআই/এমজেএফ