ঢাকা: ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাতি করার সময় কুখ্যাত কাউসার বাহিনীর ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাতি করার সময় কুখ্যাত কাউসার বাহিনীর ৪ দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এমএমআই/আরইউ