ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিসে মানবপাচারের দায়ে একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
গ্রিসে মানবপাচারের দায়ে একজন গ্রেফতার

ঢাকা: গ্রিসে মানব পাচারকারী চক্রের সদস্য মো. ছালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৭ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ছালাউদ্দিন ও তার সহকারীরা মিলে ৬ জন ভিকটিমকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিস পাঠানোর আশ্বাস দেয়।

এ প্রলোভনে ভিকটিমদের কাছ থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগীরা সিলেটের গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছালাউদ্দিন বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে কাজ করছে সিআইডি।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
পিএম/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।