ঢাকা: পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী উদ্যোক্তা মাহফুজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার মাহফুজা আক্তার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
পিএম/এএটি