ফরিদপুর: ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণে মো. শাকিল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মজনু শেখ (২৫) নামে অপর এক ব্যক্তি।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দিনগত গভীর রাতে ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাকিল ইউসুবপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়।
জানা যায়, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান শকিল। এসময় ট্রান্সফরমার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন মজনু শেখ নামে অপর একজন। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহত মজনুকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
আরএ