স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: পুলিশ ছদ্মবেশ ধরে থাকা ডাকাত দলের সর্দার জসিম মোল্ল্যা ও তার প্রধান সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ পোশাক ও বিপুল সরাঞ্জামাদি জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, ডাকাত দলের সর্দার জসিম মোল্ল্যা ও তার প্রধান সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার রাজেন্দ্রপুর কেরাণীগঞ্জ র্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সাংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এমএমআই/এসআইএস