মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেনে কমপক্ষে ১০ যাত্রী।
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি, সামান্য আহতরা চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের পাঁচ্চর সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের যাত্রীরা অনেকেই আহত হন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মাথায়সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রাতেই স্থানীয় ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন যাত্রীরা।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই মহাসড়কের ওপর বাসটি উল্টে যায়। দ্রুত গতিতে বাসটি পাঁচ্চর আন্ডারপাসের সড়ক অতিক্রম করার পরেই উল্টে যায়। বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। বাসের যাত্রীদের বেশির ভাগই আঘাতপ্রাপ্ত হয়েছে। যদিও কেউ মারা যায়নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরে উল্টে যায়। তবে এতে কেউ নিহত বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
আরএ